যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়ল যেসব দেশ

0
23
ডিভি লটারি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের অন্যতম পথ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারিকে ঘিরে দুঃসংবাদ দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নভেম্বরের ভিসা বুলেটিনের সর্বশেষ আপডেট অনুসারে, এই বছর মোট ১৯টি দেশ ডিভি প্রোগ্রাম থেকে বাদ পড়েছে।

তালিকায় রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

এর মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে কিউবা, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, যেসব দেশের নাগরিকরা আগের ৫ বছরে যুক্তরাষ্ট্রে অনেক বেশি অভিবাসন করেছেন, তারা সাধারণত এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন না।

এশিয়ার যেসব দেশ আবেদন করতে পারবে

২০২৬ সালের ডিভি লটারিতে এশিয়া অঞ্চল থেকে ৩১টি দেশ ও অঞ্চল আবেদন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন প্রোগ্রাম, যা গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এর মূল লক্ষ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া, যেখান থেকে গত পাঁচ বছরে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ আমেরিকায় অভিবাসী হয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার জনসংখ্যার বৈচিত্র্য বজায় রাখতে চায়। প্রতি বছর এই কর্মসূচির অধীনে ৫৫ হাজার পর্যন্ত স্থায়ী বাসিন্দা ভিসা (গ্রিন কার্ড) দেওয়া হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.