নানা বাঁধা থাকলেও পূর্ব নির্ধারিত ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নির্বাচন থাকায় ৫ দল নিয়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।
শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। পাঁচ দল নিলেও ইওআইতে দেশের ১০ অঞ্চলের নাম রেখেছে বিসিবি।
সেগুলো হলো- ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, রংপুর, রাজশাহী ও সিলেট।
এ নিয়ে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, আপনারা জানেন এটা নতুনভাবে শুরু হচ্ছে। কারণ, আগে যত দলের সঙ্গে চুক্তি ছিল, এসব শেষ হয়েছে। কালকেই আমাদের ইওআই কাগজটা আসবে। ইওআইতে আমরা ১০ অঞ্চলের নাম বলেছি।
‘এখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে… এ বছর যেহেতু অল্প সময় এজন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। তাই বলে ৬-৭টা হবে না, সেটা বলছি না। কিন্তু এক মাসের উইন্ডোতে ৫ দল নিয়ে করতে আগ্রহী। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ৫টা দল।’
তিনি বলেন, পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে। ক্রাইটেরিয়া হচ্ছে.. দেখুন ৬, ৭ কিংবা ৮ দলে তো কোনো বাঁধা নেই। কিন্তু আমাদের একটাই বাঁধা উইন্ডো। এক হচ্ছে বিশ্বকাপ, দ্বিতীয় নির্বাচন।
ভেন্যু বাড়ানো প্রসঙ্গে তিনি মিঠু বলেন, ইতোমধ্যে আমরা একটা ভেন্যু বাড়ানোর চিন্তা করেছি। এমনকি মিডিয়া, লজিস্টিক, মার্কেটিং আমাদের গভর্নিং কাউন্সিল ওইখান পরিচালক কালকে আমরা সবাই রাজশাহী ভেন্যু পরিদর্শনে যাচ্ছি। এত অল্প সময়ে আমরা একটা ভেন্যু বাড়াতে পারব। এটার পর বরিশাল পরিদর্শনে যাব। তখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যেকোনো একটা ভেন্যু যোগ হবে।