অ-১৭ নারী ফুটবলে আলপী আক্তারের জোড়া গোলে সিরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অর্পিতা বিশ্বাসরা ২-০ গোলে জিতেছেন বাংলাদেশ।
আগামী ১৩ অক্টোবর জর্ডানে এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে।
দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল করে। দুই গোলই আলপী আক্তারের। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি৷ এ জন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি।
বাংলাদেশ ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে সাইফুল বারী টিটুর অ-১৭ দল।
প্রসঙ্গত, বাংলাদেশ দল ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। অ-১৭ দলের তিন কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা হয়নি। তারা সরাসরি জর্ডানে পৌঁছাবেন এখন। এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্বে খেলতে হলে জর্ডান ও চাইনিজ তাইপের গ্রুপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে।