ফের ঝড় তুললেন নোরা ফাতেহি

0
17
নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় হরর-কমেডি প্রোডাকশন হাউজ ম্যাডক ফিল্মস-এর আসন্ন সিনেমা ‘থাম্মা’র দ্বিতীয় গান ‘দিলবার কি আঁখো কা’ অবশেষে প্রকাশিত হয়েছে। আর এই গানে ফের ঝড় তুললেন বলিউডের আইটেম কুইন নোরা ফাতেহি। ‘স্ত্রী’ সিনেমার ‘কামরিয়া’ দিয়ে যাঁর উত্থান, সেই নোরা এবার সম্পূর্ণ নতুন রূপে ফিরে এলেন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে, এক ‘ফুল সার্কেল মোমেন্ট’ এর মাধ্যমে।

গানটির সুর ও দৃশ্যায়নে রয়েছে এক অনন্য রেট্রো ফ্লেভার, যেখানে পুরনো বলিউডের গ্ল্যামার মিশে গেছে আধুনিক বিট আর স্টাইলে। গানের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্যপরিচালক বিজয় গাঙ্গুলী। গানটিকে প্রাণবন্ত করেছেন শক্তিশালী কণ্ঠের গায়িকা রাশমিত কর।

গানটি নিয়ে উচ্ছ্বসিত নোরা ফাতেহি বলেন, ‘দিলবার কি আঁখো কা’ পারফর্ম করা ছিল একদম রোমাঞ্চকর। প্রতিটি বিটে নাচার সময় আমি অনুভব করছিলাম, দর্শকরাও নিশ্চয়ই নাচতে চাইবেন। গানটি একেবারে এক্সপ্লোসিভ, সেই হাই এনার্জি পারফর্ম্যান্স আর গ্ল্যামারের যুগে ফিরিয়ে নিয়ে গেছে। কোরিওগ্রাফিটা দারুণ পাওয়ারফুল, হুক স্টেপটা খুবই ক্যাচি আর পুরো শুটিংটাই ছিল যেন মিউজিকের হার্টবিটে মুভ করা।

সুরকার জুটি সচিন-জিগার বলেন, আমরা চেয়েছিলাম গানটা যেন একদম জীবন্ত মনে হয়- বিট, মিউজিক আর পারফর্মারের সাথে এর সংযোগ যেন প্রবল হয়। রাশমিতের কণ্ঠ আর নোরার পারফর্ম্যান্স পুরো ভিশনটাকেই বাস্তবে রূপ দিয়েছে।

গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য তাঁর চেনা ছন্দে গানটিকে দিয়েছেন শব্দের খেলা ও অনুভবের মিশ্রণ। ‘দিলবার কি আঁখো কা’ তাই শুধুমাত্র একটি নাচের গান নয় বরং এক ছন্দময় গল্প, যেখানে রয়েছে প্রেম, উচ্ছ্বাস ও রহস্যের ইঙ্গিত।

এই দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ‘থাম্মা’- যেখানে রোমান্স, কমেডি, ড্রামা এবং অতিপ্রাকৃত রহস্য মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শকদের জন্য। ইতিমধ্যেই ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.