বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা

0
17
গোয়েন লুইস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকা অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি অনেক শোচনীয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।

আমীর খসরু বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিদেশি সহায়তার ব্যপারে বিস্তারিত কথা হয়েছে। এই ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.