আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।
১৭২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই জিতেছে ভারত। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।
আজ রান তাড়ায় ভারতের উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে তুলে ফেলে ১০৫ রান। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুবমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে ১৮ রানে পাকিস্তান ৩ উইকেট তুলে নিয়েছিল। তবে তিলক বর্মা সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।