মিলিতাও ও এমবাপ্পের গোলে লিগে রিয়ালের পাঁচে পাঁচ

0
20
এডার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পে

স্প্যানিশ লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। রিয়ালের হয়ে গোল করেছেন এডার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে আতিথ্য দেয় লস ব্লাঙ্কোসরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণায় এস্পানিওল। তবে সেই আক্রমণগুলো খেই হারাতে থাকে রিয়ালের গোলকিপার কর্তোয়ার সামনে। রিয়ালের আক্রমণেও ছিলনা তেমন কোন ধার। প্রতিপক্ষকে খুব একটা ভাবাতে পারেনি আলোনসোর ফরোয়ার্ডরা।

ম্যাচের ২২তম মিনিটে মিলিতাওয়ের দুর্দান্ত নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে লস ব্লাঙ্কোসরা।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে আলোনসোর দল। ৪৭তম মিনিটে এমবাপ্পের গোলে লিড বাড়িয়ে নেয় আলোনসো শিষ্যরা।

ম্যাচের বাকি সময়টাতেও আধিপত্য ছিলো রিয়ালের। তবে, আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে লিগে টানা ৫ম জয় তুলে নেয় লা লিগার সফলতম দলটি।

উল্লেখ্য, ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন মাদ্রিদের ক্লাবটি। মঙ্গলবার দিবাগত রাতে লেভেন্তের মোকাবিলা করবে এমবাপ্পেরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.