মাচুপিচু দুর্গে বিক্ষোভের জেরে আটকা পড়লো শতাধিক পর্যটক

0
11

পেরুর প্রাচীন মাচুপিচু দুর্গ (ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন) দেখতে এসে আটকে পড়েছে শত শত পর্যটক। বিক্ষোভের জেরে বাস ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তিতে পড়েছে ঘুরতে আসা মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় বাস কোম্পানিকে সরিয়ে নতুন একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ শুরু করে। বন্ধ করে দেয় বাস চলাচল। রাস্তাসহ অবরোধ করে রেললাইন। এতে ভোগান্তিতে পড়েছে ঘুরতে আসে শত শত পর্যটক।

গত সোমবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। পুলিশ সাময়িকভাবে রেলপথটি অবরোধমুক্ত করতে সক্ষম হয় তবে এ সময় প্রায় ১৪ জন আহত হয়।

স্থানীয় সরকার বিক্ষোভকারীদের সাথে ৭২ ঘণ্টারও বেশি সময়ের অবরোধ তুলে নেয়ার একটি চুক্তিতে পৌঁছেছে। রেলপথ কর্তৃপক্ষ জানায়, তারা রেলসেবা চালুর কার্যক্রম শুরু করেছে।

মাচুপিচু ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং পেরুর পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র। চলমান সংকট দ্রুত নিরসন না হলে পেরুর পর্যটন অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.