জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্য, আজ আবার আলোচনা

0
14
ঐকমত্য কমিশন।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্যে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন।

এরই অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায় শুরু হবে এ বৈঠক। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির পর এটি হবে প্রথম বৈঠক।

এর আগে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। তবে একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০টি দলের সঙ্গে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন।

উল্লেখ্য, ছয়টি সংস্কার কমিশনের (দুই পর্বে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় ইতোমধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদের চূড়ান্ত খসড়া ইতোমধ্যে দলগুলোকে দেয়া হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে আটকে আছে সনদ। অবশ্য বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না। এ বিষয়ে সরকারকে একটি সুপারিশ দেবে ঐকমত্য কমিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.