লিটনের অর্ধশতক, ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

0
19
বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দেয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংসের শুরুটা করেন টি-টোয়েন্টির ঢংয়েই। দলীয় ২৪ রানে আউট হওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে ১৯ করেন ইমন। বাবর হায়াতের ক্যাচ বানিয়ে তাকে ফেরান আয়ুশ শুক্লা।

অপর ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য এদিন স্বভাবসুলভ ছিলেন না। আতিক ইকবালের বলে নিকাজাত খানের ক্যাচে পরিণত হওয়ার আগে মাত্র একটি চারে ১৮ বলে ১৪ রান করেন। ৪৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই তাওহিদ হৃদয়কে নিয়ে শুরু হয় লিটনের পথচলা। লক্ষ্যের দিকে একটু একটু করে এগোতে থাকেন দুজন। দেখেশুনে খেলেন হংকং বোলারদের। কোনো ঝুঁকি নেননি তারা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৯৫ রান। জয় থেকে দুই রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান লিটন।

ইকবালের বলে বোল্ড হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক তুলে নেন অর্ধশতক। ৩৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন লিটন। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন হৃদয়। হংকংয়ের পক্ষে ইকবাল দুটি এবং শুক্লা নেন একটি উইকেট।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় হংকং। দলীয় ৭ ও ব্যক্তিগত ৪ রানে তাসকিনের বলে লিটনের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার আংশুমান রথ। বাবর হায়াত বিদায় নেন ১৪ রানে। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে হংকং।

তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জিসান আলী ও নিজাকাত খান। সাকিবের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিসান, করেন ৩০ রান।

এক প্রান্তে নিজাকাত খেলেন নিজের মতো। অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে নিয়ে বাড়ান রানের গতি। ১৯ বলে ২৮ রানের গতিশীল ইনিংস খেলে রান আউট হন মুর্তজা।

৪২ রান করে বিপজ্জনক হয়ে ওঠা নিজাকাতকে সাকিবের ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন। পরের বলে কিঞ্চিত শাহকে লেগবিফোর করেন রিশাদ। শেষ পর্যন্ত ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।

উল্লেখ্য, আগামী শনিবার একই ভেন্যুতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.