তিন পার্বত্য জেলায় নানা আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর বুদ্ধের উদ্দেশ্যে মধু, পায়েশ, বিভিন্ন ফলমূল আর ছোয়েন দান করেন পূণ্যার্থীরা। পরে আজ বিকেলে বিহারে বিহারে পরিবার, গুরুজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন তারা।
প্রবারণা পূর্ণিমার আগে ও ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের মাঝামাঝিতে মধু পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে মধু-অর্ঘ হিসেবেও পালন করেন।