এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি আজ মাঠে নামছে দুই দল।
শনিবার (৩০ আগস্ট) সিলেট জাতীয় স্টেডিয়ামে টস আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
পাকিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।