বাস চলাচলে আসছে নতুন নিয়ম: একক ব্যবস্থার পাশাপাশি মানতে হবে নির্ধারিত রুট ও স্টপেজ

0
20
বাস একক ব্যবস্থার অধীনে চলবে

রাজধানীতে বাস চলাচলে নতুন নিয়ম আনছে সরকার। এ নিয়ম কার্যকর হলে সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। এছাড়াও কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রেস উইংয়ের ফেসবুকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনও নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

এজন্যই সরকার এমন পরিবর্তনের কথা ভাবছে জানিয়ে প্রেস উইং জানায়, এ সিস্টেমের মাধ্যমে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, এবং গণপরিবহন হবে আরও কার্যকর।

কেন এটি গুরুত্বপূ্র্ণ এমন প্রশ্নের জবাবও দিয়েছে প্রেস উইং। বলছে, রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দময়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.