প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত ৮৯ ভাগ মানুষ: জরিপ

0
8
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার

প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ ভাগ মানুষ একমত বলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পরিচালিত একটি জরিপে উঠে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) একটি আলোচনা অনুষ্ঠানে সংস্থাটি এই জরিপের তথ্য তুলে ধরে।

সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০ ভাগ মানুষ। আর ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়।

আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিনত হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.