ভারতের পর আফগানিস্তান হয়ে ইসলামাবাদ সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

0
14
ইসলামাবাদে পৌঁছালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ছবি এক্স থেকে নেওয়া

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বৃহস্পতিবার ইসলামাবাদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এ দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ‘আজ আমরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছি।’

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে, ওয়াং ই পাকিস্তান-চীন ষষ্ঠ কৌশলগত সংলাপে অংশ নিতে গতকাল বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান।

আজ সকালে তিনি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ওয়াং ই-কে ইসহাক দার নিজেই বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব রয়েছে, যা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, অবকাঠামোসহ বহু ক্ষেত্রে বিস্তৃত। গত বছরের মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম কৌশলগত সংলাপ। সেখানে ইসহাক দার ও ওয়াং-ই যৌথভাবে সভাপতিত্ব করেছিলেন।

এবারের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সিপিইসি (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর) সম্প্রসারণ ও নতুন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মতো নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

ওয়াং ইর ইসলামাবাদ সফরের আগের দিন গতকাল কাবুলে অনুষ্ঠিত হয় ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠক। সেখানে অংশ নেন ইসহাক দার, ওয়াং ই ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আলোচনায় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ছাড়াও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, বাণিজ্য ও সিপিইসি আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ নিয়ে অঙ্গীকার হয়।

গত মাসে পাকিস্তান ও চীন যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দেয়, যা বাস্তবায়িত হবে সিপিইসি-২-এর অধীনে। এর আওতায় নির্মাণ প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি ও হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিং যাচ্ছেন। সফরের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, এ সফর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিপিইসি-২, যার মূল উদ্দেশ্য হবে শিল্প খাতে সহযোগিতা। প্রায় পাঁচ বছর বিলম্বের পর এ উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে।

ডন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.