মেসির অনুপস্থিতিতে মায়ামিকে সেমিতে তুললেন সুয়ারেজ

0
22
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর

লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। পায়ের অস্বস্তির কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বন্ধুর অনুপস্থিতি বুঝতে দেননি লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে ভর করে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন লাল কার্ড দেখেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।

এদিন ২৩ মিনিটে ম্যাচে লিড নেয় মায়ামি। তিগ্রেস ডিফেন্ডার হাভিয়ের আকুইনো নিজেদের বক্সে হ্যান্ডবল করায় ২৩ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। ডান পোস্ট ঘেঁষা শটে গোল করেন সুয়ারেজ। তবে ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করলেও মায়ামি এ সময় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে।

সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোট পান মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা। প্রথমার্ধ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। এদিকে বিরতির সময় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় মায়ামি কোচকে।

প্রথমার্ধে যোগ করা সময় শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের মঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার শাস্তি পেয়েছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ ও মায়ামির এই কোচ। লাল কার্ড দেখে দলের ডাগআউটের ওপরে ভিআইপি সিটে চলে যান মাচেরানো।

একই কারণে তিনি সেমিফাইনালেও দাঁড়াতে পারবেন না মায়ামির ডাগআউটে। ৬৭ মিনিটে ম্যাচে মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। ৮৯ মিনিটে আরও একবার স্পটকিকে সেই সমতা ভেঙে মায়ামির জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.