স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বুধবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। জাতীয় ও মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফের সাফল্য নিয়ে ফিরেছিল বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সাফ ট্রফিটা জেতা হয়নি। এই লক্ষ্যে খেলতে ভুটানে গেছে বাঘিনীরা।
২০২৩ সালে রাশিয়ার কাছে হেরে এই আসরে রানার্স আপ হয় বাংলার জয়ীতারা। কিন্তু এবার ট্রফি নিয়েই ফিরতে চায় অর্পিতা বিশ্বাসরা।
২০ থেকে ৩১ আগস্ট চলবে এ আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। শীর্ষ পয়েন্টধারী দল জিতবে শিরোপা।