প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু আজ

0
20
প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ ওয়ান

দামামা বাজছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন মৌসুমের। প্রাক-মৌসুমে এরই মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা। দলবদলের মাধ্যমে শক্তি বাড়িয়ে সামর্থ্যের কথা জানান দিতে প্রস্তুত ক্লাবগুলো।

আজ শুক্রবার (১৫ আগস্ট) রাতেই পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের।

ইউরোপের শীর্ষে লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা ইংলিশ প্রিমিয়ার লিগের। তাইতো আগেভাগেই শুরু হচ্ছে ইপিএলের নতুন মৌসুমের খেলা। শুক্রবার দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

সবশেষ মৌসুম অনেকটাই একপেশে বানিয়ে ফেলেছিল অলরেডরা। লিগ শেষ হওয়ার ৪ মাস আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। ইংলিশ শীর্ষ লিগে এটি ছিল তাদের ২০তম শিরোপা।

অপরদিকে, আজ রাত থেকেই স্প্যানিশ লা লিগা মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে একদিন পরে। শনিবার রাত সাড়ে ১১টায় মায়োর্কার মাঠে আতিথ্য নেবে কাতালানরা। আর ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে রাতেই মুখোমুখি হবে রেন ও মার্শেই।

শিরোপার লড়াইয়ে ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো নিয়ে রেখেছে সর্বোচ্চ প্রস্তুতি। সেই সাথে আবারও ভক্তদের আগ্রহের মূল কেন্দ্রে থাকবে এই লিগগুলো।

উল্লেখ্য, লিগ শুরু হওয়ার অপেক্ষায় আছে জার্মানি ও ইতালির শীর্ষ লিগও। ২২ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। একদিন পরেই পর্দা উঠবে ইতালিয়ান সিরি আ লিগের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.