সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: ঋতুপর্ণার হাতে দুই ট্রফি

0
11
সব খেলোয়াড়দের সেরা বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার হাতে ঋতুপর্ণা চাকমা।

বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪ পুরস্কার দিতে মঞ্চে দাবার ‘রানি’

বাংলাদেশের দাবার ‘রানি’খ্যাত রানি হামিদ মঞ্চে উঠলেন। সবার শ্রদ্ধার পাত্র এই ক্রীড়াবিদ বললেন, এবার প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।

সঞ্চালক বললেন, কান পাতলেই বাংলার আকাশে–বাতাসে প্রতিধ্বনিত হয় ঋতুপর্ণা চাকমা! পুরস্কারটি পেয়ে কেমন লাগছে? ঋতুপর্ণা বললেন, ‘সবাইকে ধন্যবাদ। পরিবার থেকে টিমমেটদেরও ধন্যবাদ। এটা আমার জন্য বড় অর্জন।’

পায়ের জাদু প্রসঙ্গে ঋতুপর্ণা বললেন, ‘জাদু বলতে কিছু নেই। এটা হলো কঠোর পরিশ্রম।’

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ও চেক হাতে ঋতুপর্ণা চাকমা

প্রথম আলো গ্রাফিকস

পাঠকের ভোটে বর্ষসেরা পুরস্কার ২০২৪ কে?

শেষ পুরস্কার।

পুরস্কারটি দিতে মঞ্চে উঠলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ২০০৪ সালে প্রথম আলোর প্রথম বর্ষসেরা খালেদ মাসুদ।

বিশেষ এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করলেন তিনি, ‘পাঠকের ভোটে প্রথম আলো বর্ষসেরা ঋতুপর্ণা চাকমা।’

দুটো ট্রফি হাতে ঋতুপর্ণা বললেন, ‘বাংলাদেশকে আমরা শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চেও নিয়ে যেতে চাই।’

পাঠকের ভোটে বর্ষসেরার ট্রফি খালেদ মাসুদের কাছ থেকে নিচ্ছেন ঋতুপর্ণা

দুটো ট্রফি হাতে ঋতুপর্ণা
দুটো ট্রফি হাতে ঋতুপর্ণা

এক ফ্রেমে সব পুরস্কার বিজয়ী

আজ যারা পুরস্কার জিতলেন

ক্যামেরাবন্দী সব পুরস্কার বিজয়ী

কে কী পুরস্কার পেলেন

আজীবন সম্মাননা: মোশারফ হোসেন শামীম

বর্ষসেরা উদীয়মান: মনন রেজা

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: তহুরা খাতুন

বর্ষসেরা রানার আপ (দুজন): মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ

বর্ষসেরা ক্রীড়াবিদ: ঋতুপর্ণা চাকমা

পাঠকের ভোটে বর্ষসেরা: ঋতুপর্ণা চাকমা

ছয়জন পুরস্কারপ্রাপ্তের সঙ্গে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র (সবার বাঁয়ে), সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর আহমেদ সিদ্দিকী
ছয়জন পুরস্কারপ্রাপ্তের সঙ্গে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র (সবার বাঁয়ে), সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর আহমেদ সিদ্দিকী

শেষ হলো খেলার ভুবনের মানুষদের মিলনমেলা

শেষ হলো মিলনমেলা। সাঙ্গ হলো ক্রীড়া পুরস্কার।

বাংলাদেশের খেলার ভুবনের মানুষদের কাঙ্খিত এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রীড়াবিদদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হলো। ওয়েসিস হলরুম আপাতত ভাঙা হাট হলেও আগামী বছর দেখা হবে আবারও এমনই এক জমকালো অনুষ্ঠানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.