‘বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে’

0
32
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে। একইসঙ্গে স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজেই ব্যবহৃত হয় সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা মিলে এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনসহ ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করা সহ স্থানীয় এলজিইডির কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.