ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

0
16
হামাস

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস। শনিবার (২ জুলাই) এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে স্বাধীনতাকামী এ সংগঠনটি।

হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের। যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে, অস্ত্র ত্যাগ করবে না তারা।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের গাজা সফরের সমালোচনাও করেছে হামাস।

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলের অন্যতম প্রধান শর্ত হামাসের নিরস্ত্রীকরণ। তবে শুরু থেকেই এই ইস্যুতে অনড় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। গত সপ্তাহেই ভেস্তে যায় হামাস-ইসরায়েল পরোক্ষ আলোচনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.