ঢাকায় আ. লীগের গোপন বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

0
13
সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মিথ্যা পরিচয় দিয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারায় একটি আবাসিক এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের। এর রহস্য উদঘাটন এবং এর পেছনে জড়িতদের বের করতে ‘গুরুত্ব দিয়ে’ তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে আগস্টকেন্দ্রিক কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ করায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অন্তত ২২ জনকে গ্রেফতার করার কথা ইতোমধ্যে জানিয়েছে পুলিশ। বৈঠকটিতে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তারও অংশ নেয়ার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। তার বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে সেনাসদর।

বলা হচ্ছে, দেশজুড়ে ব্যাপক নাশকতার ছক কষতে ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।

এদিকে, ঢাকার গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে তথ্যও জানানো হয় সংবাদ সম্মেলনে।

শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছয়জনকেই ধরা হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.