প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বুধবার (৩০ জুলাই) বিকেলে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। প্রবাসী ভোটাধিকার নিয়ে এই বৈঠক হচ্ছে বলে জানা গেছে।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে বুধবার বিকেল ৪টায় এনসিপির প্রতিনিধিদল যাবে।
বৈঠকে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো অর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত থাকবেন।