বয়স পেরিয়েছে ৫৬, কিন্তু মঞ্চ কাঁপানোর দম একটুও কমেনি জেনিফার লোপেজের। ২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশতে কনসার্ট চলাকালে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা—পারফরম্যান্সের মাঝপথেই খুলে পড়ে যায় তাঁর ঝকমকে স্কার্ট! তবে পেশাদার শিল্পীর মতোই বিষয়টি সামাল দেন লোপেজ, বিন্দুমাত্র বিচলিত না হয়ে মুহূর্তটি রঙিন করে তোলেন দর্শকদের জন্য।
‘আপ অল নাইট: লাইভ ইন ২০২৫’ ট্যুরের অংশ হিসেবে ওয়ারশর পিজিই নারোডোওয়ি স্টেডিয়ামে সেদিন পারফর্ম করছিলেন লোপেজ। ২৪ জুলাই ছিল গায়িকার জন্মদিন। পরদিন তাই প্রিয় গায়িকাকে শুভেচ্ছা জানাতে প্রচুর ভক্ত হাজির ছিলেন কনসার্টে। ভক্তদের ধন্যবাদ জানানোর সময় হঠাৎ তাঁর স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়। ঘটনাটি ধরা পড়ে যায় তাঁর ইউটিউব চ্যানেল ও ভক্তদের ইনস্টাগ্রাম পোস্টে।

স্কার্ট পড়ে গেলেও একটুও দমে যাননি লোপেজ। হাসিমুখে হাত তুলে ঘুরে দাঁড়ান, এমনকি মঞ্চে একটু ঘুরেও নেন। ‘আমি এখন মঞ্চে শুধু অন্তর্বাস পরে দাঁড়িয়ে আছি,’ মজা করে বলেন তিনি, যখন একজন নৃত্যশিল্পী স্কার্টটি তুলে আবার পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপর নিজেই হেসে বলেন, ‘ভাগ্যিস কস্টিউমটা ভালোভাবে সেলাই করা ছিল, আর ভাগ্যিস আমি অন্তর্বাস পরে ছিলাম! আমি সাধারণত পরি না।’
এরপর স্কার্টটি দর্শকদের দিকে ছুড়ে দিয়ে লোপেজ বলেন, ‘তোমরাই রেখে দাও এটা, আমি আর চাই না।’
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন লোপেজকে। কেউ লেখেন, ‘একেবারে দারুণ, একেবারে পেশাদারির সঙ্গে সামলে নিয়েছেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘জীবন এতটাই ছোট, হাসতে শিখুন।’

২৪ জুলাই নিজের জন্মদিন উদ্যাপন করেন জেনিফার লোপেজ। সে উপলক্ষে মুক্তি দেন নতুন গান ‘বার্থডে’। কনসার্ট চলাকালে মঞ্চেই বিশাল তিন স্তরের একটি কেক দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সহশিল্পী ও নৃত্যশিল্পীরা।
২০১৮ সালের পর এই প্রথম বিশ্বসফরে বের হয়েছেন লোপেজ। ৮ জুলাই স্পেনের গ্যালিসিয়ায় প্রথম কনসার্ট দিয়ে শুরু হয় ‘আপ অল নাইট’ ট্যুর। ২০২৪ সালে ‘দিস ইজ মি…লাইভ’ ট্যুর বাতিলের পর এটিই তাঁর মঞ্চে ফেরা।
জন্মদিনের এক দিন পর, তুরস্কের আনতালিয়াতে নিজের মেকআপহীন একটি ছবি ও কিছু ভিডিও শেয়ার করেন লোপেজ। ক্যাপশনে লেখেন, ‘তোমরা সবাই আমার জীবনের উপহার। এত ভালোবাসা ও শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।’
১২ আগস্ট সারডিনিয়ায় শেষ হবে এ সংগীতসফর।
তথ্যসূত্র: পিপল ডটকম