ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।
এদিকে, দুই দিন পর শুক্রবার (২৫ জুলাই) হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান, তার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসার পর হাঁটু থেকে পায়ের নিচের পুরো অংশ প্লাস্টার করে দেওয়া হয় এবং তাকে বিশ্রামে থাকার নির্দেশনা দেন চিকিৎসক।
কিন্তু সুনেরাহ হাসপাতাল থেকে এই প্লাস্টার নিয়েই অংশ নেন সেই শুটিংয়ে। শুটিং করছেন ‘সাত দিনের প্রেম’ শিরোনামের সেই নাটকের।
গণমাধ্যমকে সুনেরাহ বিনতে কামাল বলেন, হাঁটুতে যে হাড় থাকে সেটি সরে উপরে উঠে এসেছে। আজকে হাসপাতালে গেলে চিকিৎসক জানায় যে, বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। প্রচণ্ড ব্যথা করছে। ডান পায়ে খুব একটা সমস্যা হয়নি, শুধু ছিলে গেছে।
শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সাত দিন পর চিকিৎসক আবার দেখা করতে বলেছেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে। কিন্তু আমার জন্য তো কাজটা বন্ধ হয়ে থাকবে। পরিচালক বন্ধ রাখতে চাইলেও আমিই বলেছি যতটুকু সম্ভব সেভাবে যেন কাজটা শেষ করে দিতে পারি। আমার জন্য কারও ক্ষতি হোক সেটা চাই না।
প্রসঙ্গত, সুনেরাহকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাতে। অন্যান্য অভিনেতাদের সঙ্গে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়।