নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত

0
13

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকার কুর্মিটোলায় ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী বিমানবাহিনীর সদস্যরা।

জানাজায় অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর বিমানবাহিনীর সদস্য তৌকিরের মরদেহ গাড়িতে তুলে দেন। সেখান থেকে মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা কবরাস্থানে দাফন করা হবে তাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.