আইইউর বাজিমাত

0
26
অভিনেত্রী ও গায়িকা আইইউ, এক্সপোর্টস নিউজ

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’–এ দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ও গায়িকা আইইউ। কোরিয়ার ষাটের দশকের গল্পে নির্মিত সিরিজটি দেখে দর্শকেরা কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন।

সিরিজে আইইউর সাবলীল অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে। সিরিজটি দক্ষিণ কোরিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তা পেয়েছে; বাংলাদেশের দর্শকের মধ্যেও সাড়া ফেলেছিল। সাড়াজাগানো সিরিজটিতে অভিনয়ের সুবাদে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্লু ড্রাগন সিরিজ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তিনি।

গত শুক্রবার রাতে ইনচনের প্যারাডাইস সিটিতে জমকালো আয়োজনে আইইউর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ সিরিজে আয়-সন ও গিম-মিয়ং চরিত্রে অভিনয় করেছেন তিনি। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মাইক্রোফোন হাতে উপস্থিত দর্শকের সামনে তিনি বলেন, ‘আমি আইইউ, “হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস” সিরিজে আয়–সন ও গিম মিয়ং চরিত্রে অভিনয় করেছি। অনেক ধন্যবাদ।’

সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইইউ ও পার্ক বো-গাম।
সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইইউ ও পার্ক বো-গাম।নেটফ্লিক্স

এ বছরের মার্চে ১৬ পর্বের সিরিজটি মুক্তি পেয়েছে। সিরিজটি দেখতে নেটফ্লিক্সে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকেরা। নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে ছিল ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’।

আইইউ জানান, সিরিজটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাঁর ভাষ্য, ‘অফার পাওয়ার মুহূর্ত থেকে শুরু করে শুটিং, প্রচার—সবকিছু মিলিয়ে “হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস” আমার জীবনের এমন এক কাজ হয়ে উঠেছে, যেটা আমি সারা জীবন গর্ব করে মনে রাখব। এই দারুণ টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত।’

সিরিজের নির্মাতা কিম উন-সিয়ক ও লেখক লিম সাং চুনের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তাঁরা আমাকে বিশ্বাস করেছিলেন। আয়-সনের মতো স্পষ্টভাষী, প্রাণবন্ত চরিত্রে অভিনয় করে আমি যেন একবার নিজের সবটুকু উজাড় করে দিতে পেরেছি।’

বক্তব্যের শেষভাগে নিজের অভিনীত দুই চরিত্র নিয়ে আইইউ বলেন, ‘যাঁরা আয়–সনের মতো রঙিন জীবন বাঁচেন, এই ধূসর পৃথিবীর চাপের মধ্যেও নিজেদের মুছে না ফেলেন; আর যাঁরা গিম মিয়ংয়ের মতো সাহস করে নিজের স্বপ্ন বোনেন ও গড়ে তোলেন—তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

সিরিজের গল্পে কোনো রহস্য নেই, সাদামাটা জীবনের গল্প নিপুণভাবে বুনেছেন নির্মাতা। এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা কিম উন-সিয়ক বলেছেন, সিরিজটি তিনি দাদা-দাদি, মা–বাবাদের প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করেছেন।

২০০৮ সালে গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আইইউ। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে। এর মধ্যেই ২০১০ সালে অভিনয়ে নাম লেখান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.