সুখবর এল বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্কও ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। অনেক দিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তাঁরা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল।

দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’—এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই তাঁদের অনুরাগীদের অপেক্ষা শুরু হয়।
মঙ্গলবার রাতেই সেই প্রতীক্ষার অবসান ঘটে। জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ। পরিবারের সদস্যদের মুখে হাসি, চোখে আবেগ—সব মিলিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সবাই।
মাত্র কয়েক দিন আগেই তাঁদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, সময় খুব কাছেই। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালে তিনি নিভৃতে, পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তাঁর উচ্ছলতা, মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মাঝেও তাঁর স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও।
সিদ্ধার্থ মলহোত্রাও এই সময়টায় স্ত্রীকে সময় দিয়েছেন। মাঝেমধ্যে কিছু বিজ্ঞাপনচিত্র ও চিত্রনাট্যের কাজ থাকলেও নতুন অতিথিকে ঘিরেই ছিল সব প্রস্তুতি।
সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।
দুই থেকে তিন হলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের জীবনের এই নতুন অধ্যায় যেন সুখ, ভালোবাসা ও আনন্দে ভরে ওঠে—এমনটাই প্রার্থনা ভক্তদের।