কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

0
26
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ও ওয়ানডেতে হারের পর টাইগারদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ এটি। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ রানে হারের সঙ্গে সিরিজ পরাজয়ও নিশ্চিত হয় বাংলাদেশের।

বুধবার সারাদিন হোটেলে বিশ্রাম শেষে রাত ৮টায় অনুশীলনে নামবে টাইগাররা। অধিনায়ক হিসেবে এটি লিটন দাসের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ।

এই ফরম্যাটে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অপরদিকে, টেস্ট-ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে স্বাগতিক শিবির থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

উল্লেখ্য, লঙ্কানদের বিপক্ষে সবশেষ মুখোমুখি ৫ টি-টোয়েন্টি ম্যাচে ২ জয়ের বিপক্ষে ৩টিতেই হার বাংলাদেশের। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছিলো টাইগাররা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.