সবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে আয় করা তারকা এই অভিনেত্রী

0
40
স্কারলেট জোহানসন, ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে বক্স অফিস আয়ে নতুন ইতিহাস গড়লেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবির সাফল্যের পর তাঁর মোট আয় গিয়ে ঠেকেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা তাঁকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপ।

৪০ বছর বয়সী এই অভিনেত্রীর আয়ের বড় অংশই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এ ব্ল্যাক উইডো চরিত্রে তাঁর উপস্থিতি থেকে। এই ছবিগুলো থেকেই এসেছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি আয়।

নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবিতে স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে, এক সাবেক সামরিক কর্মকর্তা, যাঁকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে আয় হিসেবে দ্বিতীয়, চীনের অ্যানিমেটেড সিকুয়েল ‘নে ঝা ২’-এরপরই ছবিটির অবস্থান।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’  সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী, প্রধান বা প্রধান চরিত্রের দলের অংশ হিসেবে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তাঁর মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এর দুই কিস্তিতে ‘রকস্টার পোর্কুপাইন’ অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়।

কানে স্কারলেট জোহানসন। এএফপি

এই তালিকায় স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.