তাঁরা এখনো বিশ্বের সেরা সেলিব্রিটি জুটিগুলোর একটি। যেখানেই যান, আলোটা সব সময় তাঁদের ওপরই পড়ে। তাঁদের একজন ইংলিশ ফুটবলে অন্যতম সেরা, কিছুদিন আগে ‘নাইটহুড’ পাওয়ায় ‘স্যার’ উপাধি পেয়েছেন। আরেকজন বিশ্বখ্যাত পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’–এর সাবেক সদস্য, এখন ফ্যাশন ডিজাইনার। দুজনেই আবার ফ্যাশন আইকন। নিশ্চয়ই বুঝতে পারছেন, ‘পশ অ্যান্ড বেকস’ জুটির কথাই বলা হচ্ছে। স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম। আজ দুজনের ২৬তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে বেকহাম অতীতের কিছু ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। আসুন বেকহাম–ভিক্টোরিয়া জুটির বিবাহবার্ষিকীতে ছবির গল্পে তাঁদের অতীতের কিছু মুহূর্ত দেখে নিই—
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
বেকহামকে জড়িয়ে ধরেছেন ভিক্টোরিয়া। দুজনের বিয়ের মুহূর্তের ছবি। ছবিটি পোস্ট করে বেকহাম লিখেছেন, ‘২৬ বছর আগে আজ তুমি আমাকে হ্যাঁ বলেছিলে। শুভ বিবাহবার্ষিকী এবং ধন্যবাদ সুন্দর সন্তান ও একসঙ্গে জীবন কাটানোর জন্য। লেডি বেকহাম, তোমাকে ভালোবাসি।’ এই একটি ক্যাপশনেই সব ছবি পোস্ট করেছেন বেকহাম। মন্তব্যের ঘরে ভিক্টোরিয়ার জবাব, ‘আমিও তোমাকে খুব ভালোবাসি।’ইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
চার সন্তানের সঙ্গে ভিক্টোরিয়া বেকহাম। ছবিটি বেশ আগের। কত সালে তোলা তা জানাননি বেকহাম। এই জুটির চার সন্তান হলেন—ব্রুকলিন, রোমিও, ক্রুজ ও হারপারইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
সেই সময়, যখন দুজনেই তারুণ্যে, কী প্রাণোচ্ছ্বল এক জীবন ছিল তাঁদের! এখনো তা আছে। দুজনের সম্পর্কের রসায়নটা এখনো অটুটইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
বেকহামের চুলের এই ছাঁট গোটা বিশ্বের তরুণেরাই অনুসরণ করেছেন সেই সময়। ভিক্টোরিয়া কি বেকহামের চুলের এমন ছাঁট দেখেই তাঁকে ভালোবেসেছিলেন? তা জানা যায়নি। তবে নব্বইয়ের দশকে ফ্যাশনে অনন্য ছিলেন বেকহামইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
ছবিটি সম্ভবত কোনো এক পার্টিতে তোলা। মাইক্রোফোনের সামনে কিছু একটা পড়ে শোনাচ্ছিলেন ভিক্টোরিয়া আর বেকহাম যেন হেসেই খুন!ইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
নব্বইয়ের দশকের বেকহাম ও ভিক্টোরিয়া। বেকহামকে দেখে মনে হচ্ছে ‘চকোলেট বয়’ইনস্টাগ্রাম
স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম
পার্টিতে একসঙ্গে এই জুটি। ছবিটি দেখে অবশ্য মনে হচ্ছে, পার্টি শেষে দুজনে সবকিছু গোছাচ্ছেনইনস্টাগ্রাম
প্রেমিক ও প্রেমিকা। ছবিটি তাঁদের বিয়ের পর তোলা। দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রেমের সতেজ এক জুটিইনস্টাগ্রাম
রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার...
বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ৪৬তম ইয়েন লোন প্যাকেজের দ্বিতীয়...
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। তাছাড়া, এ ঘটনায় জড়িত কেউ ধরা পড়েনি।
পুলিশ জানায়, জড়িতদের...