নর্দাম্পটনের কাউন্ডি গ্রাউন্ডে যুবাদের তৃতীয় ওয়ানডেতে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস উপহার দিয়েছেন বৈভব সূর্যবংশী; স্ট্রাইক রেট ২৭৭.৪১! ফিফটি ছুঁয়েছেন ২০ বলে, ৬ চারের সঙ্গে মেরেছেন ৯ ছক্কা।
সংস্করণ যেটাই হোক, টি-টোয়েন্টি মেজাজ থেকে যেন বের হতে চাচ্ছেন না বৈভব সূর্যবংশী!
ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডেতে ১৯ বলে ৪৮ রান করেছিলেন সূর্যবংশী; স্ট্রাইক রেট ২৫২.৬৩। দ্বিতীয় ওয়ানডেতে এতটা আক্রমণাত্মক হয়ে না উঠলেও খারাপ করেননি। ১৩২.৩৫ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৪৫।
তবে ওই ম্যাচে একটু হলেও আক্ষেপ থাকার কথা তাঁর। প্রথমটিতে ২ আর দ্বিতীয়টিতে যে ৫ রানের জন্য ফিফটি পাননি ভারতের এই তুখোড় প্রতিভাবান ব্যাটসম্যান।
সেই আক্ষেপ আজ যেন সুদে-আসলে মেটালেন সূর্যবংশী।

নর্দাম্পটনের কাউন্ডি গ্রাউন্ডে যুবাদের তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস উপহার দিয়েছেন এই বাঁহাতি; স্ট্রাইক রেট ২৭৭.৪১! এর আগে ফিফটি ছুঁয়েছেন ২০ বলে। বিধ্বংসী ইনিংসে ৬ চারের সঙ্গে মেরেছেন ৯ ছক্কা। তাতেই হয়েছে নতুন রেকর্ড।
যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ম্যাচে এখন সবচেয়ে বেশি ছক্কার কীর্তিটা সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ভেঙেছেন মনদীপ সিং ও রাজ বাওয়ার রেকর্ড। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মনদীপ ও ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ ৮টি ছক্কা মেরেছিলেন।
সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার আশায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। হোভে গত শুক্রবার প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে জেতার পর সোমবার নর্দাম্পটনে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা আনে ইংল্যান্ড।

বৃষ্টির কারণে আজ খেলা শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৮০ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টমাস রিউয়ের অপরাজিত ৭৬ এবং ওপেনার বিজে ডকিন্সের ৬২ রানের সুবাদে ৪০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান তোলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুবাদের অধিনায়ক অভিজ্ঞান কুন্ডু দ্রুত আউট হলেও ১৪ বছর বয়সী সূর্যবংশী স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যান। ব্যক্তিগত ৮৬ রানে তিনি যখন আউট হন, তখন দলের রান ৮ ওভারে ১১১! অর্থাৎ ভারতের মোট রানের প্রায় ৮০ শতাংশ তাঁর একার।
শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত।