বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বন্দুকসহ ৯ জন গ্রেপ্তার

0
94
সেনা হেফাজতে জব্দ অস্ত্র-সরঞ্জাম ও আটকরা | ছবি: আইএসপিআর

আলীকদম সেনা জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া থেকে ছয়জন এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়া থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পুনর্বাসন চাকমাপাড়ার আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তিরঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫) ও জ্যোতি বিকাশ চাকমা (২৮) এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়ার পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)।

সেনাবাহিনী জানায়, তাঁদের কাছ থেকে চারটি গাদা বন্দুক, তিনটি ছুরি, দুটি মুঠোফোনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তাঁরা দীর্ঘদিন ধরে জেএসএস (মূল)-এর সদস্য হিসেবে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এ ব্যাপারে জেএসএসের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। টংকাবতী ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আনন্দ মোহন চাকমা পুনর্বাসন চাকমাপাড়ার কার্বারি (পাড়াপ্রধান)। বাকিরা পাড়ার বাসিন্দা।

আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন। সন্ত্রাসী গোষ্ঠী কেউ চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে সেনা জোনে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.