ভারতীয় সীমান্তে কী করছেন বুবলী

0
26
শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে

কয়েক দিন ধরে ঢাকায় নেই চিত্রনায়িকা শবনম বুবলী। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখন আছেন ভারতের সীমান্তবর্তী এলাকায়। থাকতে হবে আরও কয়েকটা দিন। তবে সেখানে বেড়াতে যাননি এই ঢালিউড তারকা। নতুন একটি ছবির শুটিংয়ের জন্য তাঁর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় থাকতে হচ্ছে। এই কয়েক দিনে নতুন ছবিটির প্রথম লটের শুটিং শেষ করবেন শবনম বুবলী।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে বুবলী অভিনীত ছবির শুটিং হচ্ছে। ২১ মে থেকে বুবলী শুটিংয়ে অংশ নিয়েছেন। এই চিত্রনায়িকা জানালেন, এই লোকেশনে আগে কখনো শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

শবনম বুবলী
শবনম বুবলী, ছবি: বুবলীর ফেসবুক

গেল ঈদে ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। আগামী ঈদে এই নায়িকার নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা…’ মুক্তি পেতে যাচ্ছে, যেটিতে তাঁর সহশিল্পী জিয়াউল রোশান। এরই মধ্যে জানা গেল, শেরপুরের নালিতাবাড়ীতে নতুন ছবির শুটিংয়ের খবর। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। পরিচালক রাশেদা আক্তার লাজুক জানালেন, ছবিটির নাম বদলে যেতে পারে।

শবনম বুবলী
শবনম বুবলী

বুবলী অভিনীত নতুন ছবির পরিচালক রাশেদা আক্তার লাজুক, তিনি নিজেও একসময় নায়িকা ছিলেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিছবি বানিয়েছেন। এবারই প্রথম সিনেমা বানানোর কাজে হাত দিয়েছেন তিনি। ২১ মে থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।
ছবিটি নিয়ে আপাতত কোনো কথা বলা বারণ শবনম বুবলীর। তাই এই বিষয়ে যেন কিছুই বলতে চাইলেন না এই নায়িকা। চরিত্র প্রসঙ্গে কোনো রকম ধারণা দিলেন না। শুধু এটুকুই বললেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সব সময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায় তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

শবনম বুবলী।
শবনম বুবলী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এদিকে বুবলীকে নিয়ে কাজ করে মুগ্ধতা প্রকাশ করলেন পরিচালক রাশেদা আক্তার। তিনি বললেন, ‘প্রথমবার বুবলীকে নিয়ে কাজ করছি। আমি ওর অভিনয়ের প্রতি ডেডিকেশনে মুগ্ধ। অবাক। ইউনিটের সবাই তো দৃশ্যধারণ শেষে হাততালি দিচ্ছে।’ ছবিটির ধরন সম্পর্কে পরিচালক জানালেন, অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের এই ছবিতে ক্ল্যাসিক ধাঁচের ছোঁয়াও আছে।

রাশেদা আক্তার বললেন, ‘আমার শ্বশুর আমজাদ হোসেনকে দেখেছি, তাঁর ছবিগুলো আমার জন্য শিক্ষা। তাঁর বানানো ছবিগুলো এখনো সমসাময়িক, আধুনিক। আমিও এই গল্পটা নিয়ে যখন ভাবছিলাম, তরুণ প্রজন্মের কথা যেমন মাথায় রেখেছি, তেমনি আগের প্রজন্মের ব্যাপারও ভাবনায় ছিল।’

শবনম বুবলী।
শবনম বুবলী।অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কথা প্রসঙ্গে পরিচালক বললেন, ‘অভিনয়শিল্পীদের পাশাপাশি ছবির কারিগরি দিক নিয়েও আমরা ভেবেছি। আধুনিক সিনেমা বানানোর জন্য যা যা করণীয়, সবই এই ছবিতে রেখেছি। সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে, আমাদের লোকেশন। এখন শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী যে এলাকায় শুটিং করছি, তা ছবিপ্রেমীদের আলাদা একটা আরামবোধ করাবে।’

এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন সজল। ছবিতে আরও আছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী  প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.