শাহজালালে নামতে পারেনি যুবাদের বহনকারী বিমান, ফিরে গেলো কলকাতায়

0
23
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলা দল

বৈরী আবহাওয়া কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানটির ঢাকায় অবতরণের কথা থাকলেও বৈরি আবহাওয়ায় অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.