কিনতে এসে দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী

0
16
লক্ষ্মী জুয়েলার্স

রংপুর নগরীর বেতপট্টি এলাকায় ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি সোনার দোকানে বোরকা পরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ মে) দুপুরের দিকে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার সোনা চুরি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক।

পুলিশ ও দোকান কর্মচারীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুটি দলে বিভক্ত হয়ে বোরকা পরা পাঁচ নারী দোকানে প্রবেশ করেন। তারা গহনা দেখার নামে কর্মচারীদের নানাভাবে ব্যস্ত রাখেন এবং কয়েকবার গহনা ওয়াশ করানোর জন্য একজন কর্মচারীকে বাইরে পাঠান। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কর্মচারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের পাশে রাখা সোনার স্টক বক্সটি কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যান তারা।

বিকেল ৩টার দিকে দোকান মালিক বিষয়টি জানতে পারেন এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক অনিন্দ বসাক বলেন, একদল নারী প্রতারক আমাদের কর্মচারীদের বিভ্রান্ত করে দোকানের স্টক বক্সটি নিয়ে গেছে। তাতে ১০০ ভরি সোনা ছিল। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। একজন অফিসার তদন্ত করছেন। নগরীর বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.