ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। তবে, মূল সংস্করণে ভালো করতে না পারলেও আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ-২০২৫ এর শিরোপা জিতেছে সেলেসাওরা।
রোববার (১১ মে) মেগা ফাইনালে বেলারুশকে হারিয়ে সপ্তমবারের মতো বিচ সকারের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-৩ গোলে। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে। কেবল তাদেরই আছে সাতটি শিরোপা।
এর আগে, গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ ১১ গোল করেছে সেলেসাওরা।
এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে ব্রাজিল। সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে।
প্রসঙ্গত, পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দলও। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে আবারও মিশন হেক্সার স্বপ্নে মাঠে নামবে হলুদ-নীল বাহিনী।