ট্রাম্পের ১৪৫% শুল্কে মার্কিন বন্দরে পৌঁছেছে প্রথম চীনা জাহাজ

0
18
চীনা জাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১৪৫% শুল্কের আওতায় থাকা চীনা পণ্যবাহী প্রথম শিপিং কন্টেইনারগুলো মার্কিন বন্দরে পৌঁছেছে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ইতিমধ্যে সাতটি জাহাজ থেকে ১২ হাজারেরও বেশি কন্টেইনার খালাস করা হয়েছে, যেগুলো শুল্ক কার্যকর হওয়ার পর চীন থেকে রওনা দিয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে আরও পাঁচটি জাহাজ সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

এই কন্টেইনারগুলোতে আমাজন, হোম ডিপো, আইকিয়া, র্যালফ লরেন ও ট্র্যাক্টর সাপ্লাই-এর মতো বড় কোম্পানির চীনা পণ্য রয়েছে, যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গৃহস্থালি সরঞ্জাম, পোশাক ও আসবাবপত্র।

  • আমাজন: রেফ্রিজারেটর, ডিপ ফ্রায়ার, মাউসপ্যাড, বুকশেলফ, লিভিং রুম সোফা সহ বিক্রেতাদের পক্ষে নানা ধরনের পণ্য আমদানি করেছে।
  • ট্র্যাক্টর সাপ্লাই: পোর্টেবল ড্রাম ফ্যান, বাগানের সরঞ্জাম ও পুরুষদের কাজের বুট আমদানি করেছে।
  • হোম ডিপো: ল্যাম্প ও সিলিং ফ্যান কাস্টমস ছাড়পত্র পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.