প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর টানা তিন ম্যাচে সিরিজে অনেকটা এগিয়ে গিয়েছিল তাঁরা। সিরিজের পঞ্চম ম্যাচের হার সিরিজ জেতার পথে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছিল।
সিরিজ জিততে হলে শেষ ম্যাচে আজ জিততেই হতো বাংলাদেশকে। তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের যুবারা সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে।
কলম্বোতে আজ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমেছিল আজিজুল হাকিমের দল। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে ফেলে তাঁরা। তবে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী।

এই জুটি ভাঙার পরও সেঞ্চুরির পথে ছুটছিলেন আজিজুল। তবে সেঞ্চুরি পাননি। তিন অঙ্ক ছোঁয়ার ৬ রান দূরে থাকতে ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হয়ে যান। তাঁর বিদায়ের পর রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ দলকে এগিয়ে নিচ্ছিলেন। বাংলাদেশ ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান করার পর বৃষ্টি নেমে আসে। সেই বৃষ্টিতে আর বল মাঠেই গড়ায়নি, ম্যাচ হয় পরিত্যক্ত। এতেই ৬ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ ট্রফিটা নিজেদের করে নেয়।
দলীয় পারফরম্যান্সের সঙ্গে ব্যক্তিগতভাবেও সিরিজে ভালো করেছেন বাংলাদেশের যুবারা। দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ, ৪ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আল ফাহাদ।