যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (৫ মে) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, রোববার দিবাগত রাতে হিউস্টনের দক্ষিণ-পূর্বাঞ্চল এলাকার একটি বাড়িতে চলছিল জন্মদিনের জমকালো অনুষ্ঠান। পরিচিত অতিথি ছাড়াও সেখানে উপস্থিত হয় অপরিচিত এক ব্যক্তি। তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলা হয়। পুলিশের ধারণা ঐ ব্যক্তিই প্রথমে গুলি ছোঁড়ে।
স্থানীয় সময় মধ্যরাতে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের দ্রুত নেয়া হয় হাসপাতালে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হিউস্টন পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।