৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আর্জেন্টিনা। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে।
আর্জেন্টিনায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।