সারা দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার সংরক্ষন ও ন্যায্যতার দাবিতে মহান মে দিবস পালিত হচ্ছে। তেমনি পার্বত্য অঞ্চল হতে ৫০ হাজারের অধিক শ্রমিক চট্টগ্রাম ও ঢাকায় শ্রমিক হিসেবে দেশের পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য নিয়োজিত রয়েছেন। আজ সেই সব আদিবাসী শ্রমিকেরা ২৭তম বারের ন্যায় দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় রাজবন বিহারে মহাপূণ্যানুষ্ঠানের আয়োজন করেছে।রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির
ঢাকা ও চট্টগ্রাম হতে আগত শ্রমিকেরা ২৫টি বাস ও মাইক্রোবাসে করে এই পূণ্য কাজে যোগদান করেছে। প্রতি বছরের ন্যায় তারা সংঘদান, অষ্টপরিস্কারদান, পিন্ডদান, হাজারবাতিদান, বুদ্ধমূর্তিদান ও বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশে নগদ অর্থদানসহ নানাবিদ পূন্যানুষ্ঠান করেছে। প্যাগোডার জন্য নগদ ১,৮০,০০০/ একলক্ষ আশি হাজার টকাসহ নানা ধরণের উপকরণের পাশাপাশি ওষধপত্রাদিও দান করা হয়।উৎপল তঞ্চঙ্গ্যা
এদিকে গত ২৮ এপ্রিল চট্টগ্রামের সিইপিজেটে এলসিবি গার্মেন্স কারখায় ছুটি না পেয়ে অসুস্থাবস্থায় কাজ করতে গিয়ে উৎপল তঞ্চঙ্গ্যা নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। কারখানার সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করলেও সেই শ্রমিকের মৃত্যুর ক্ষতিপুরন ও বিচার আজও পাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
অনুষ্ঠানে একতা শান্তি শৃংখলা বজায়সহ এই পূণ্য কাজের মাধ্যমে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।উপদেষ্টা কল্যানমিত্র চাকমা(প্রতুল)
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহবায়ক করুনা ময় দেওয়ান ও উপদেষ্টা কল্যানমিত্র চাকমা(প্রতুল)। অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন সহ আহবায়ক বিধান চাকমা, সহ আহবায়ক কিরনব্রত চাকমা, সদস্য সচিব রিপন চাকমা, সহ সদস্য সচিব শান্তি বিকাশ চাকমা।
স্বধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ভান্তে।শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির
দেশনায় ইহকাল ও পরকালের সুখ শান্তি এবং দেশের জন্য মঙ্গল কামনা ও আর্শিবাদ প্রদান করা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুবেল চাকমা ও বাঁশি সহযোগিতায় ধারাশমনি চাকমা বাঁশিতে স্বর্ণপদক প্রাপ্ত, শিক্ষক এবং সংগীত প্রশিক্ষক।রাজবন বিহারে আদিবাসী শ্রমিকদের অনুষ্ঠানে রুবেল চাকমার সংগীত পরিবেশন
শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ প্রার্থনা পাঠ করেন দিগন্তি চাকমা এবং অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উদয়ন চাকমা।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলেছে, নয়াদিল্লি,...
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা...