নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক ছাত্রীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়।
পুলিশ জানায়, পরিবারের সাথে মনোমালিন্য হওয়ায় ওই শিক্ষার্থী নিজেই অন্যত্র চলে গেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই শিক্ষার্থী। জিজ্ঞেসাবাদের পর পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
গুলশান জোনের পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ওই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার বাবা ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।