পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ, রিসিভার নিয়োগের নির্দেশ

0
23
সায়মা ওয়াজেদ পুতুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ করে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক জানায়, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম ৫৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এদিকে, পুতুলসহ হাসিনা পরিবার বা দুর্নীতির মামলায় পলাতক আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা চাইলে রেড এলার্ট জারির জন্য নোটিশ দিতে পারেন বলে জানায় দুদক।

এর আগে, গত ১১ মার্চ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। একই সঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.