সীমান্তে পাকিস্তানি সেনাদের মুহুর্মুহু গুলি, নিহত ৫৪

জিওটিভি নিউজ

0
25
পাকিস্তান

অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। সেনারা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এসময় অন্তত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে রোববার (২৭ এপ্রিল) জিওটিভি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে সেনারা গুলি করে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এতে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাক সেনাবাহিনী জানায়, নিহতরা সবাই খাওয়ারিজ (বিদ্রোহী) সদস্য। তারা তাদের ‘বিদেশী প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুপ্রবেশ করছিল।

‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি রাষ্ট্র নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ব্যবহার করা হয়।

এর আগে, চলতি মাসের শুরুতে উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সেনারা। এ সময় অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপি’র যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.