যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৪ বাংলাদেশিকে

0
18
যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে গতকাল সোমবার পর্যন্ত (৪৬ দিনে) যুক্তরাষ্ট্র তাঁদের ফেরত পাঠিয়েছে। ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পুলিশ সূত্র জানায়, অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তাঁরা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাঁদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। সামনের দিনগুলোতে আরও কাউকে কাউকে ফেরত পাঠানো হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.