মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নিয়ে আপত্তি বিএনপির, বেশিরভাগ সুপারিশে সমর্থন

0
21
সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশে বিএনপির সমর্থন রয়েছে। আপত্তি রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ আইন, মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমানো নিয়ে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সংবিধান, দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপি। এ বিষয়ে বিএনপির এ নেতা সাংবাদিকদের এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আপিল বিভাগের জেষ্ঠ্যতম বিচারপতির পরিবর্তে তিনজন সিনিয়র বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগে সুপারিশ বিএনপির।

দলটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অষ্টম, নবম, দশম, বার ও পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা চায় বলে ঐকমত্য কমিশনকে জানায়। ধর্মনিরপেক্ষতার বিলুপ্ত করার সাথে একমত বিএনপি। সাম‍্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আনার ক্ষেত্রেও তারা একমত। এগুলো মৌলিক অধিকারে আনার বিষয়ে কথা বলেছে বিএনপি নেতারা।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা আমাদের অঙ্গীকার। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, পরে এক মেয়াদ বাদ দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমরা মত দিয়েছি। একই ব‍্যাক্তি সংসদ নেতা ও দলীয় প্রধান হবেন না, এটির সাথে একমত হয়নি। প্রধানমন্ত্রীর কাছে সংসদ নেতার পদ থাকা উচিত। বিষয়টি সংসদে সংখ্যাগরিষ্ট দলের ওপর ছেড়ে দেয়া উচিত দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কি না।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব‍্যবহার করা যাবে না, এ বিষয়েও একমত পোষণ করেছে বিএনপি।
আজ আলোচনায় সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে তাদের পক্ষে রয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.