বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এমনকি গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে তারা। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘ইসরায়েলের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ।
সোমবার (১৪ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চ্যানেল ১২-কে সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এই শত্রুকে দমন করা উচিত অথবা বন্দি করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।
ড্যান হালুৎজের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।
এদিকে, গাজায় বন্দি জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার প্রদান ও সেখানে যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলের সরকারকে চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাকসহ ১ হাজার ৫২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ও সদস্য।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গত মার্চে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের হামলা শুরু করে দখলদাররা। এতে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।