বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

0
23
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন আজ বুধবার (৯ এপ্রিল)। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন হয়েছে এদিন। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নেট সেবা নিশ্চিত হতে যাচ্ছে বলে প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।

চারদিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দুইদিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে কয়েকটি বিদেশি ব্যাংক।

এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিশিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫ পাঁচ জন ব্যক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন।

এছাড়া, ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন থাকবে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কোম্পানির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.