সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

0
12
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান; তাদের মনোবল হারানোর কিছু নেই। সেনাবাহিনী তাদের পাশে থাকবে।

রোববার (২৩ মার্চ) বিকেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উক্ত ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.